১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২৪ স্কুল ও কলেজ পর্যায়

নভেম্বর মাসে 18 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়। দীর্ঘ একমাস ব্যাপী এ পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান থাকে এবং সারা দেশের যে সকল চাকরি প্রার্থীরা অধীর আগ্রহে এ সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন তারা ইতিমধ্যে চাকরির আবেদন সম্পন্ন করেছেন। আজকে আমরা আপনাদের সাথে ১৮তম শিক্ষক নিবন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে চলেছে যেটা আপনাকে নিবন্ধন পরীক্ষায় টিকিয়ে রাখতে সাহায্য করবে। প্রথমেই আপনাকে জানাতে চাই যে বর্তমান সময়ে চাকরি পাওয়া অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে যার কারণে আপনি এখন কোন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে অবশ্যই সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন।

পরীক্ষার প্রস্তুতি সুন্দর না হলে কখনোই একটি চাকরি পাওয়া সম্ভব নয় যার কারণে আপনাকে চাকরির আবেদনের পূর্বে সঠিকভাবে সেই চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্যাদি সংগ্রহ করা উচিত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃপক্ষ 18 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি স্বরূপ প্রতিটি আবেদনকারীর জন্য একটি নির্দিষ্ট সিলেবাস প্রকাশ করেন। যেহেতু আপনি আবেদন করেছেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাই আপনাকে অবশ্যই এ সিলেবাস অনুসরণ করতে হবে। কেননা এই সিলেবাসের আলোকেই প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। তাহলে চলুন নিচের অংশ থেকে ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে পূর্ণাঙ্গ সিলেবাস রয়েছে সেটি সম্পর্কে জানি।

১৮ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস

পাঠাওতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং যারা আবেদন করেছেন তারা এই মুহূর্তে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছেন। আপনি হয়তো স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই অথবা কলেজ পর্যায়ে জন্য অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন তবে আপনাদের জন্য বলতে চাই যে আপনি যে পর্যায়ের জন্য আবেদন করেন না কেন আপনাকে একটি নির্দিষ্ট সিলেবাস অনুসরণ করতে হবে। এক্ষেত্রে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার আলাদা সিলেবাস থাকলেও এনটিআরসিএ কর্তৃপক্ষ তাদের এই সিলেবাসের একটু ব্যাতিক্রম করেছেন। আমরা নিচের অংশে প্রতিটি বিষয়ের নাম উল্লেখ করেছি এবং সে বিষয় থেকে কত নম্বর পুরো সিলেবাস কেমন ধরনের হবে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার মানবন্টন

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চারটি বিষয়ের ওপর গ্রহণ করা হয় যেখানে প্রিলিমিনের পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এ বিষয়গুলোর ভিত্তিতে ছাত্রছাত্রীদের পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়। এক্ষেত্রে আপনারা যারা মানবন্টন সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই নিচের অংশের শিক্ষক নিবন্ধন পরীক্ষার মানবন্টন উল্লেখ করা হয়েছে।

  • বাংলা : ২৫
  • ইংরেজি : ২৫
  • গণিত : ২৫
  • সাধারণ জ্ঞান : ২৫

বাংলা

নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য বাংলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এর নাম কেননা এখান থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়। আপনারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা অবশ্যই বাংলা বিষয়টিকে একটু আলাদা ভাবে গুরুত্ব দেবেন। আমরা নবম শ্রেণীতে অথবা ব্রাদার্স শ্রেণীতে বাংলা দ্বিতীয় পত্রের যে সকল অধ্যায়গুলো পড়েছে সেখান থেকে বেশিরভাগ প্রশ্নপত্র করা হয়। নিচের অংশে বাংলা অংশ থেকে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন করা হয় সে সম্পর্কে ধারনা দেয়া হলো। যে সকল টপিক গুলো আপনাকে পড়তে হবে সেগুলো নিচের অংশ দেওয়া হয়েছে।

  • ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার।
  • বাগধারা ও বাগবিধি।
  • কারক ও বিভক্তি।
  • সন্ধি বিচ্ছেদ।
  • ভুল সংশোধন বা শুদ্ধকরণ।
  • সমাস ও পত্যয়।
  • যথার্থ অনুবাদ।
  • লিঙ্গ পরিবর্তন।
  • সমার্থক এবং বিপরীত শব্দ।
  • বাক্য সংকোচন।
ইংরেজি
শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য ইংরেজি একটি গুরুত্বপূর্ণ নাম তবে অনেকেই রয়েছেন যারা ইংরেজি সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখেন না। আবেদনকারীদের জন্য সুখবর হলো আমরা আপনাদের জন্য ইংরেজি বিষয়ে কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন করা হতে পারে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি এর পাশাপাশি এনটিআরসিএ কর্তৃপক্ষ তাদের পূর্ণাঙ্গ সিলেবাস অফিশিয়াল ওয়েবসাইটের ভিত্তিতে প্রকাশ করেছেন। আমরা আপনাদের সাহায্য করার উদ্দেশ্যে সেই টপিকগুলোর ছবি এখানে শেয়ার করেছি।
গণিত
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা আপনি এই অংশটিকে ভালো নম্বর না পেলে কখনোই পরবর্তী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে গণিত সম্পর্কে বিশেষ ধারণা থাকা লাগবে বিশেষ করে আপনার নবম ও দশম শ্রেণীর যে পাটিগণিত বীজগণিত ও জ্যামিতির বিষয়গুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হয়। নিজের অংশে আপনাদের জন্য বিস্তারিত টপিকগুলো উল্লেখ করা হয়েছে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান অংশের বেশ কিছু প্রশ্ন আপনাকে অবশ্যই সমাধান করতে হবে যার কারণে সাধারণ জ্ঞান অংশ থেকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়। আন্তর্জাতিক ও দেশের বেশ কিছু সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন তৈরি করা হয়। সুতরাং আপনারা অবশ্যই সাধারণ জ্ঞানের অংশের প্রশ্নগুলো পড়তে পারেন।
2023-03-14-15-16-05b09a55d6f0af80897c75a19619abd4-page-0002

2023-03-14-15-16-05b09a55d6f0af80897c75a19619abd4-page-0003
2023-03-14-15-16-05b09a55d6f0af80897c75a19619abd4-page-0004
2023-03-14-15-16-05b09a55d6f0af80897c75a19619abd4-page-0005
2023-03-14-15-16-05b09a55d6f0af80897c75a19619abd4-page-0006
2023-03-14-15-16-05b09a55d6f0af80897c75a19619abd4-page-0007
2023-03-14-15-16-05b09a55d6f0af80897c75a19619abd4-page-0008
2023-03-14-15-16-05b09a55d6f0af80897c75a19619abd4-page-0009
2023-03-14-15-16-05b09a55d6f0af80897c75a19619abd4-page-0010
2023-03-14-15-16-05b09a55d6f0af80897c75a19619abd4-page-0011

Leave a comment