নতুন নিয়মে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে

একজন বাংলাদেশের নাগরিক হিসেবে জন্ম নিবন্ধন হলো আপনার রাষ্ট্রীয় স্বীকৃতি। একটি শিশু জন্ম নেওয়ার ৪৫ দিনের মধ্যেই তাকে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। এক জরিপের মাধ্যমে জানা গেছে যে আমাদের দেশে বর্তমানে 16 কোটি জনগণের মধ্যে জন্ম নিবন্ধন ও জন্ম সনদ তৈরি করেছেন ১৫ কোটির বেশি মানুষ। অর্থাৎ এখন প্রায় এক কোটির বেশি মানুষ রয়েছেন যারা এখন পর্যন্ত জন্ম নিবন্ধন এর আওতাভুক্ত হন নেই। জন্ম নিবন্ধন সনদ নিঃসন্দেহে আমাদের প্রাত্যহিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং আপনার যারা এ জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে চলেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই আর্টিকেলটি।

আপনারা যারা নতুন ভাবে জন্ম নিবন্ধন সনদ করতে চান অথবা জন্ম নিবন্ধন সনদ হারিয়ে ফেলেছেন এ অবস্থায় নতুন করে জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে চাচ্ছেন তারা হয়তো ভাবছেন যে জন্ম নিবন্ধন সনদ করার জন্য বেশ কিছু কাগজপত্র প্রয়োজন। স্থানীয় সরকার বিভাগ কর্তৃপক্ষ জন্ম নিবন্ধন করার জন্য বেশ কিছু কাগজপত্র যাচাই করে থাকে এবং এ সকল কাগজপত্র থাকলেই শুধুমাত্র আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। জন্ম নিবন্ধন এর সকল কার্যক্রম এখন অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকলে জন্ম নিবন্ধন করার জন্য যে সকল কাগজপত্র দরকার সেগুলো আপনাকে অফলাইনের মাধ্যমে সাবমিট করতে হয়।

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে?

জন্ম নিবন্ধন সনদের জন্য আপনাকে অনলাইন থেকে আবেদন করতে হলেও আপনাকে অবশ্যই বেশ কিছু কাগজপত্র প্রয়োজন। এক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন এর জন্য কোন কোন কাগজপত্র নিয়ে স্থানীয় সরকার বিভাগের সাথে যোগাযোগ করবেন সেই তথ্যটি শেয়ার করেছে। ক্যাটাগরিতে সাধারণভাবে জন্ম নিবন্ধনের জন্য ভিন্ন ভিন্ন কাগজপত্র জরুরি হয়। আমরা আপনাদের জন্য তিনটি ক্যাটাগরিতে জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে তা উল্লেখ করেছে।

শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে

শিশুর বয়স শূন্য থেকে ৪৫ দিন হয়ে থাকলে তাকে জন্ম নিবন্ধন সনদ করতে হবে এবং এ অবস্থায় আপনি ডিজিটাল পদ্ধতিতে জন্ম নিবন্ধন সনদপত্র করতে চাইলে যে যে কাগজপত্র লাগে তা হল,

  • শিশুর পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন এর কপি।
  • সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদ সত্যায়িত অনুলুপি।
  • হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা রশিদের ফটোকপি।
  • শিশুর এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

শিশুর বয়স ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত হলে

শিশুর বয়স যদি ৪৫ থেকে ৫ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে যে যে কাগজপত্র লাগে তা হল,

  • টিকা কার্ডের সত্যায়িত কপি অথবা ইপিআই কর্মীর প্রত্যয়ন পত্র।
  • হোল্ডিং ট্যাক্স পরিশোধ রশিদের ফটোকপি।
  • শিশুর পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন কপি।
  • আবেদনকারীর অর্থাৎ শিশুর এক পাসপোর্ট সাইজ ছবি।

বয়স ৫ বছরের বেশি হলে

  • উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র অথবা শিক্ষকতা যোগ্যতার সনদপত্র এক্ষেত্রে পিএসসি জেএসসি এসএসসি অনুরূপ পরীক্ষার সার্টিফিকেট এর ফটোকপি।
  • হোল্ডিং ট্যাক্স পরিশোধ রশিদের ফটোকপি অথবা ইউপি ট্যাক্স পরিষদের রশিদের ফটোকপি।
  • পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা জন্ম সনদের ফটোকপি।
  • আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

জন্ম নিবন্ধন কোথায় করবেন?

সঠিক নিয়মে জন্ম নিবন্ধন করার জন্য আপনি কোথায় যাবেন সে তথ্যটি জানার আগ্রহ থাকলে আপনাকে নিকটস্থ যে স্থানীয় সরকার বিভাগ রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে। যদিও জন্ম নিবন্ধন সনদের সকল কার্যক্রম অনলাইন এর মাধ্যমে করতে হয় তবে আবেদন করার জন্য হলেও আপনাকে নিকটস্থ স্থানীয় সরকার বিভাগে যোগাযোগ করতে হবে।

  • আবেদনকারী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত হয়ে থাকলে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত কোন কর্মকর্তা বা সদস্য।
  • আবেদনকারী পৌরসভার আওতাভুক্ত হয়ে থাকলে তাকে পৌরসভার মেয়র বা সেই ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন কর্মকর্তা বা কাউন্সিলর।
  • সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়ে থাকলে সিটি কর্পোরেশনের মেয়র বা সমক্ষমতার কোন কর্মকর্তা বা কাউন্সিলর।
  • বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বা ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা।

উপরের অংশটুকু সঠিকভাবে অনুসরণ করার ভিত্তিতে একজন ব্যক্তি সঠিকভাবে বুঝতে পারছেন যে জন্ম নিবন্ধন সনদ করতে কোন কোন কাগজপত্র প্রয়োজন রয়েছে। আপনারা অবশ্যই এ সকল কাগজপত্র সংগ্রহ করার পর নিকটস্থ স্থানীয় সরকার বিভাগে যোগাযোগ করবেন। অতঃপর আপনার জন্ম নিবন্ধনের সকল কার্যক্রম সম্পন্ন হবে এবং আপনার জন্ম নিবন্ধন সনদটি সংগ্রহ করে নিতে পারছেন।

Leave a comment