কওমি মাদ্রাসার সিলেবাস ও কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ

ইসলামী শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসায় একটি অন্যতম নাম এবং শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এই মাদ্রাসাটি ইসলামিক জ্ঞানচর্চায় গৌরব স্থান দখল করেছে। বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক পরিবারই রয়েছেন যারা তাদের সন্তানকে মাদ্রাসায় কুরআন শিক্ষায় শিক্ষিত করতে চান। কওমি মাদ্রাসাতে অধ্যয়ন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এ মাদ্রাসার যে নির্দিষ্ট সিলেবাসের উপর ভিত্তি করে শিক্ষা গ্রহণ করা হয় সেটা জানা উচিত তবে আপনাকে মনে রাখতে হবে যে কওমি মাদ্রাসার সিলেবাস অন্যান্য শিক্ষা ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা।

একজন শিক্ষার্থীর জন্য কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ এবং পূর্ণাঙ্গ সিলেবাস সম্পর্কে জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি যারা পরিবারের সদস্য রয়েছেন তারা অবশ্যই এ তথ্যগুলো জানবেন যাতে করে তাদের সন্তানদের পাঠদানে সুবিধা হয়। ইতিহাস থেকে জানা যায় যে ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দের গোড়াপত্তন এর মাধ্যমে কওমি মাদ্রাসা শিক্ষা পদ্ধতির সূচনা হয় এবং আহলুস সুন্নাহ ওয়াল জামআ’ত ও দারুল উলুম দেওবন্দের আদর্শ, মূলনীতি ও মত-পথের অনুসরণে আলেমদের মাধ্যমিক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা কেন্দ্র কওমি মাদ্রাসা আজও মুসলিম শিশুদের জ্ঞানার্জনের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

কওমি মাদ্রাসার সিলেবাস

একটি বিষয়ে পড়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে সেটা সিলেবাস সম্পর্কে জানা উচিত এতে করে আপনি কিভাবে পার্ট দান করবেন এবং কোন সময়ের মধ্যে আপনার সিলেবাস সম্পূর্ণ করতে হবে সে সম্পর্কে একটি ধারণা থাকা হয়। আপনি যদি কওমি মাদ্রাসায় পড়াশোনা করতে ইচ্ছুক হয়ে থাকেন অথবা ইতিমধ্যে কওমি মাদ্রাসায় অধ্যায়নরত রয়েছেন তবে আপনাকে অবশ্যই মাদ্রাসার সিলেবাস সম্পর্কে জানতে হবে তাছাড়া কওমি মাদ্রাসা ক্লাসের নামসমূহ জানাও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসের বর্তমানে দুইটি ধারা বিদ্যমান রয়েছে,

  • দরসে নিজামী
  • মাদানী নেসাব

দরসে নিজামী ধারার কওমি সিলেবাসে সাধারণভাবে লম্ব সময় ধরে কিতাবাদী পড়তে হয় আর মাদানী এটার মাধ্যমে আপনাকে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিতাব সমূহ গুলো পড়ানো হয়। এই বিষয়টি আপনাদের সাথে আরো পরিষ্কারভাবে বললে মাদানী নেসাবকে শর্ট কোর্স  হিসেবে বলা যেতে পারে। তবে এটাও আপনাকে মানতে হবে যে দরসে নিজামী ধারা থেকে মাদানী নেসাবে পড়াশোনার চাপ তুলনামূলক অনেক বেশি।

কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ (দরসে নিজামী)

সাধারণভাবে বেশিরভাগ কওমি মাদ্রাসা গুলোতে যে পাঠ্যক্রমটি অনুসরণ করা হয় তা এতটা অঞ্চলের সবচেয়ে প্রাচীন পাঠ্যক্রম হিসেবে বিবেচনা করা হয় যাকে আমরা দরসে নেজামী” বলা হয়।

দরসে নেজামী এই ধারার শিক্ষা ব্যবস্থাটি মূলত 16 বছরে শিশু শ্রেণী থেকে দাওরায় হাদিস স্নাতক উত্তর পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং অন্যান্য অবকাঠামত এই শিক্ষা কমিটি প্রণীত হয়েছে এবং ১৬ বছর লেখাপড়া করে একজন শিক্ষার্থীকে দাওরায় হাদিস বা স্নাতক উত্তর পাস করতে হয়।

নিচের অংশে আমরা আপনাদের জন্য দরসে নেজামী মাদ্রাসার সিলেবাসের সংক্ষিপ্ত ধারণা সম্পর্কে সকল তথ্যগুলো উপস্থাপন করেছি আপনি শিশু শ্রেণী থেকে দাওরায় হাদিস পর্যন্ত বিষয়ভিত্তিক পাঠ্যবহার তালিকা দেখতে পাবেন।

শিশু শ্রেণী

কওমি মাদ্রাসার শিশু শ্রেণীতে শিক্ষার্থীদের আক্ষরিক জ্ঞান ভাষার বর্ণমালা গাণিতিক সংখ্যা ও প্রয়োজনীয় বেশ কিছু দোয়া কালাম সম্পর্কে ধারণা দেওয়া হয় শিশু শ্রেণীতে এবং এই শিশু শ্রেণীর পাঠ্য বইগুলোতে যে সকল বিষয়গুলো পড়ানো হয় তা নিচের অংশে উল্লেখ করা হয়েছে।

১। দীনিয়াত (মৌখিক দোয়া-কালাম)

২। আরবি বর্ণমালার পরিচয়

৩। বাংলা বর্ণমালার পরিচয়

৪ । গণিত (সংখ্যা গণনা)

৫। ইংরেজি বর্ণমালার পরিচয়।

প্রথম শ্রেণী (ইবতেদায়ী- প্রাথমিক-১)

১। দীনিয়াত (মৌখিক দোয়া-কালাম)

২। ইসলামি তাহজিব

৩। বাংলা ভাষা

৪। গণিত

৫। আরবি কায়দা

৬। ইংরেজি

৭। হাতের লিখা।

দ্বিতীয় শ্রেণী (প্রাথমিক ২)

১। দীনিয়াত ও তাজবিদ

২। ফিকহ ও ইসলামি তাহজিব

৩। বাংলা

৪। গণিত

৫। সমাজ ও ভূগােল

৬। উর্দু

৭। আরবি (আমপারা)

৮। ইংরেজি

৯।সাধারণ জ্ঞান।

তৃতীয় শ্রেণী (প্রাথমিক- ৩)

১। দীনিয়াত ও তাজবিদ

২। ইসলামি ফিকহ ও তাহজিব

৩। বাংলা ও ব্যাকরণ

৪। গণিত

৫। ইতিহাস

৬। ভূগােল ও সমাজ

৭। আরবি

৮ । উর্দু কী পহেলি কিতাব

৯। ইংরেজি ও গ্রামার

১০।সাধারণ জ্ঞান।

চতুর্থ শ্রেণী (প্রাথমিক ৪)

১। দীনিয়াত ও তাজবিদ

২। ফিকহ ও তাহজিব

৩। বাংলা ও ব্যাকরণ

৪। উর্দু কী দুসরি কিতাব

৫। গণিত

৬। আরবি

৭ । কায়েদা

৮। ফার্সি

৯। ইংরেজি গ্রামার ও উর্দু

১০। ইতিহাস , ভূগােল ও সমাজ ও সাধারণ জ্ঞান

পঞ্চম শ্রেণী (প্রাথমিক- ৫)

১। তালিমুল ইসলাম বাংলা ( ১-৪ খণ্ড)

২। বেহেশতী জেওর (১ম। – ২য় খণ্ড)

৩। বেহেশতী গাওহার

৪। ফারসি কী পহেলি কিতাব (বাংলা-উর্দু )

৫। উর্দু কী তেসরি কিতাব

৬। সহজ নুজহাতুল কারী

৭। এসো আরবি শিখি (১)

৮। আমার বাংলা বই

৯। ইংরেজি

১০। গণিত

ষষ্ঠ শ্রেণী (মুতাওয়াসসিতাহ- নিম্ন মাধ্যমিক-১)

১। এসো আরবি শিখি ২ ও ৩

২। বেহেশতী জেওর ৩য়। – ৬ষ্ঠ খণ্ড

৩। ফিকহ

৪। বাংলা ও ব্যাকরণ

৫। সমাজ , ইতিহাস ও ভূগােল

৬। গণিত / তাজবীদ, মশক ও মুখস্থ

৭। ফার্সি ও কাওয়ায়েদ

৮। উর্দু সাহিত্য ও ব্যাকরণ

৯। ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্র

১০। বিজ্ঞান।

সপ্তমশ্রেণী (মিযান/মুতাওয়াসসিতাহ/নিম্নমাধ্যমিক ২)

১। সহজ জামালুল কুরআন

২। হেকায়েতে লতিফ

৩। সহজ পান্দে নামা

৪। সাফওয়াতুল মাছাদির

৫। আজিজুল মুবতাদি বা মিজানুস সরফ ও মুনশায়িব

৬। বাকুরাতুল আদব (আরবি -উর্দু -বাংলা)

৭। তারিখুল ইসলাম (প্রথম খণ্ড)

৮। কারীমা বঙ্গানুবাদ ( উচ্চারণ ও শব্দার্থসহ)

৫। কারিমা

৯। ইতিহাস ও ভূগােল

১০। ইংরেজি ও গ্রামার

অষ্টম শ্রেণী-নাহবেমীর (নিম্ন মাধ্যমিক- ৩)

১। সহজ ইলমুস সরফ

২। সীরাতে খাতামুল আম্বিয়া

৩। শরহে মিয়াতে আমেল

৪। আল ফিকহুল মুয়াসার

৫। সহজ নাহবেমীর

৬। সহজে নাহব শিখবো

৭। রওজাতুল আদব

৮। প্রশ্ন-উত্তরে নাহবেমির

৯। সহজ পান্জে গাঞ্জ

১০। মালা বুদ্দা মিনহু (যা নাহলে নয়)

১১। গুলিস্তা (ফার্সি)

১২। বাংলা সাহিত্য

১৩। ইতিহাস ও ভূগােল

১৪। ইংরেজি ও গ্রামার

১৫। গণিত

১৬। বিজ্ঞান।

নবম শ্রেণী-হেদায়াতুন্নাহু (মাধ্যমিক -১)

১। হেদায়াতুন নাহু

২। খেলাফতে রাশেদা

৩। যাদুত তালিবিন

৪। ইলমুস সিগাহ

৫। নুরুল ইজাহ

৬। কালয়ুবী

দশম শ্রেণী-কাফিয়া (মাধ্যমিক- ২)

১। দুরুসুল বালাগাত

২। শরহে মুখতাসারুল কুদুরী (১ম।)

৩। নুরুল হাওয়াশী শরহে উসুলুশ শাশী

৪। কাফিয়া (আরবি -বাংলা)

৫। সহজ তাইসীরুল মানতিক

৬। আল ইফাদাত শরহে মিরকাত

৭। তাফহীমুল কুদূরি শরহে মুখতাসরুল কুদুরি

৮। নাফহাতুল আরাব

৯। তাফসিরুল কোরআন

১০। ইতিহাস

একাদশ শ্রেণী-শরহে জামি(উচ্চ মাধ্যমিক- ১)

১। শরহে জামি

২। শরহে বেকায়া

৩। আলফিয়াতুল হাদীস

৪। কানযুদ দাকাইক ২

৫। কানযুদ দাকাইক ১

৬। আত তাকরীব শরহে তাহজীব

৭। প্রশ্নোত্তরে তালখিসুল মিফতাহ

৮। মাকামাতে হারিরি

দ্বাদশ বর্ষ-শরহে বেকায়া (উচ্চ মাধ্যমিক ২)

১। সহজ শরহে জামী

২। আনওয়ারুদ দিরায়া শরহে বেকায়া

৩। আলফিয়্যাতুল হাদীস

৪। আত্ তাক্ববীর শরহে তাহযীব

৫। কানযুদ দাকায়িক (প্রথম খণ্ড)

৬। কানযুদ দাকায়িক (২য়। খণ্ড)

৭। প্রশ্নোত্তরে সহজ তালখীসুল মিফতাহ

৮। মাকামাতে হারীরী

ত্রয়ােদশ শ্রেণী-জালালাইন (স্নাতক -১)

১। তাফসীরে জালালাইন ১ম – ৭ম খণ্ড

২। আশরাফুল হিদায়া ১ম – ৩য় খণ্ড

৩। তালিমুল মুতা’য়াল্লিম

৪। শরহে সিরাজী

৫। লামিয়াতুল মু’জিজাত

৬। কাশফুর রাজী শরহে সিরাজী

৭। মূখতাসারুল মা’য়ানি

৮। কুতুল আখইয়ার শরহে নুরুল অনোয়ার

৯। ইসলাম ও আধুনিক অর্থ ব্যবস্থা

১০। আল ফাইজুল কাসীর

১১। অনওয়ারুল মানার শরহে নুরুল আনওয়ার ১

১২। আল ফাইজুল কাবির ফি উসুলিস তাফসীর

১৩। আল কুতবি

চতুর্দশ শ্রেণী-মিশকাত (স্নাতক- ২)

১। আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ ১-৭ খণ্ড

২। আকিদাতুত তাহাবী (আরবী-বাংলা)

৩। প্রশ্নোত্তরে তাফসীরে বায়জাবি

৪। ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ণ

৫। তাফসীরে বায়যাবি

৬। শরহে আকাইদ ১ম

৭। শরহে আকাইদ ২য়

৮। সহজ আকিদাতুত তহাবি

৯। আনওয়ারুল মানার শরহে নুরুল আনওয়ার ২য়।

১০। নুখবাতুল ফিকার

১১। দেওবন্দ আন্দোলন / দেওবন্দের ইতিহাস

পঞ্চদশ শ্রেণী-দাওরায়ে হাদিস (স্নাতকোত্তর)

১। নাসরুল বারি শরহে বুখারী ২য় – ৯ম খন্ড

২। সহীহ মুসলিম ০২ – ২০ খন্ড

৩। দরসে তিরমিযী ১ম। – ৫ম। খন্ড

৪। সুনানে আন-নাসায়ী ১ম। – ৫ খন্ড

৫। আহকামুল হাদীস

৬। আসমাউর রিজাল

৭। আওনুল মাহমুদ সুনানে আবু দাউদ

৮। আউনুল ওয়াদুদ সুনানে আবু দাউদ

৯। তোহফাতুল বারি শরহে নাসায়ী

১০। তোহফায়ে তাকমিল

১১। জুদুল মুনইম শরহে মুকাদ্দামায়ে মুসলিম

১২। ইন’আমূল বারি ২য় খন্ড

১৩। ফাউজুল হাদি শরহে তিরমিযী সানী

১৪। ইজাহুল মুসলিম

১৫। সুনানে ইবনে মাজাহ

উপরের অংশে আপনাদের জন্য সম্পূর্ণ কিতাবের নাম সহ সিলেবাস উল্লেখ করা হয়েছে আপনারা অবশ্যই কওমি মাদ্রাসার সকল তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এ সকল তথ্যের বাইরে কোন কিছু জানার থাকলে আপনার অবশ্যই নিজের কমেন্ট বক্সে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন।

Leave a comment